আসা করি সবাই ভালো আছেন ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার অবিজ্ঞতা । হে আমি একজন Rooted মোবাইল ব্যবহারকারি তাই আমি এই বিষয়ে আপনাদের বলাতেই পারি । মোবাইল চলে Operating system এর মাধ্যমে স্মার্টফোন গুলোর মধ্যে জনপ্রিয় হল Android Operating system । যদি আপনি আপনার মোবাইল কে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আনতে চান তবে মোবাইল রুট করতে হবে । বর্তমানে মোবাইল রুট করা অনেক সহজ তবে হে ভালো ব্র্যান্ড এর মোবাইল রুট করা অনেক কঠিন । কারন ভালো মোবাইল কোম্পানি গুলোর নিরাপত্তা বেশি দিয়ে থাকে ।
রুট কারা করে থাকে ?
যদি আপনি একজন ডেভেলপার হয়ে থাকেন বা সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং আপনি যদি মোবাইলকে নিজের কন্ট্রোল এ রাখতে চান তারাই রুট করতে পারনে ।
সুবিধা :
অসুবিধা :
যদিও অনেক সুবিধা আছে তবে তার মাজে কিছু অসুবিধা ও বিদ্যমান । তবে আপনি যদি এক্সাপার্ট হয়ে থাকেন তাহলে অসুবিধা গুলো আপনার জন্য কিছুই না । রুট করে অনেক সুবিধা পাবেন এবং মোবাইল কম গরম হবে । অন্য একদিন বলবো কিভাবে রুট করতে হয় তাহলে আজ এই পর্যন্তই পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । যদি কোন কিছুর জানার থাকে নিচের কমেন্ট এ জানাবেন ।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার অবিজ্ঞতা । হে আমি একজন Rooted মোবাইল ব্যবহারকারি তাই আমি এই বিষয়ে আপনাদের বলাতেই পারি । মোবাইল চলে Operating system এর মাধ্যমে স্মার্টফোন গুলোর মধ্যে জনপ্রিয় হল Android Operating system । যদি আপনি আপনার মোবাইল কে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আনতে চান তবে মোবাইল রুট করতে হবে । বর্তমানে মোবাইল রুট করা অনেক সহজ তবে হে ভালো ব্র্যান্ড এর মোবাইল রুট করা অনেক কঠিন । কারন ভালো মোবাইল কোম্পানি গুলোর নিরাপত্তা বেশি দিয়ে থাকে ।
রুট কারা করে থাকে ?
যদি আপনি একজন ডেভেলপার হয়ে থাকেন বা সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং আপনি যদি মোবাইলকে নিজের কন্ট্রোল এ রাখতে চান তারাই রুট করতে পারনে ।
সুবিধা :
- সম্পূর্ণ মোবাইল সিস্টেম আপনি Access করতে পারবেন ।
- সিস্টেম অ্যাপ Uninstall করতে পারবেন যেমনঃ Google apps ।
- Android ভার্সন আপডেট করতে পারবেন ।
- Operating System এর যেকোনো ফাইল (Edit, Delete, Modify ) ইত্যাদি করতে পারবেন ।
- হ্যাকিং এর কাজে ও লাগে ।
- মোটকথা হল মোবাইল কে নিজের মতো করে চালাতে পারবেন ।
- মোবাইলের গতি বাড়াতে পারবেন ।
- রুট এর আরও অনেক সুবিধা আছে ।
অসুবিধা :
- সবচাইতে বড় অসুবিধা হল নিরাপত্তা হারাবেন ।
- ভাইরাস রুট মোবাইলে সহজে আক্রমণ করতে পারে ।
- আপনি আপনার মোবাইলের ওয়াররেন্টি হারাবেন ।
- রুট করতে যেয়ে মোবাইল Dead এর সম্মখিন হতে পারেন ।
- মাজে মাজে কিছু সিস্টেম অ্যাপ ক্রাশ করতে পারে ।
যদিও অনেক সুবিধা আছে তবে তার মাজে কিছু অসুবিধা ও বিদ্যমান । তবে আপনি যদি এক্সাপার্ট হয়ে থাকেন তাহলে অসুবিধা গুলো আপনার জন্য কিছুই না । রুট করে অনেক সুবিধা পাবেন এবং মোবাইল কম গরম হবে । অন্য একদিন বলবো কিভাবে রুট করতে হয় তাহলে আজ এই পর্যন্তই পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । যদি কোন কিছুর জানার থাকে নিচের কমেন্ট এ জানাবেন ।