আসসালামুয়ালাইকুম
বর্তমান সময়ে ছবির সাইজ কমানোর প্রয়োজন হয়না কারন সবার স্মার্টফোন গুলোতে মেমোরি বা স্টোরেজের ধারণক্ষমতা বেশি থাকে । যার ফলে ছবি কম্প্রেস করার প্রয়োজন হয় না । তবুও ছবি কম্প্রেস করা খুবই গুরুত্বপূর্ণ কাজ ডেভলপারদের জন্য । বেশিরভাগ ক্ষেত্রে টুলগুলো ব্যবহার করেন ওয়েবসাইট ডেভলপাররা । কারন ছবির সাইজ যদি বেশি হয় তাহলে ওয়েবসাইট এ লোডিং এর সময় বেশি নেয়। যার ফলে ওয়েবসাইটের গতি কমে যায় আর ওয়েবসাইটে লোডিং সময় বেশি নিলে ভিজিটর হারায়। যার ফলে আপনি আপনার ওয়েবসাইটের রেংকিং হারাবেন। এতক্ষণ বুঝলাম কেন এটা বেশি গুরুত্বপূর্ণ ডেভলপারদের জন্য।এখন আসি কাজের কথায়
এই কম্প্রেস এ আপনার ছবির রেজুলেশন কমবেনা শুধু ছবির ওজন বা সাইজ কমে যাবে।
প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন compressjpeg.com তারপর

তবে এডভান্স লেভেলের কম্প্রেস করতে হলে আপনাকে ছবির উপর ক্লিক করে সেটিং এ যেতে হবে । সেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ছবির সাইজ বা ওজন কমাতে বা বাড়াতে পারবেন।
যে ছবি গুলো যেই ওয়েবসাইট গুলো থেকে করবেন
JPG , JPEG | compressjpeg.com |
PNG | compresspng.com |
shrinkpdf.com | |
SVG | svgoptimizer.com |
GIF | gifcompressor.com |
কোন সমস্যা হলে বা ভালো লাগলে নিচে কমেন্ট এ জানাবেন। আর বাংলা ভুলের জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ
Last edited: