বর্তমানকালে শিশু কিশোর দের সবথেকে পছন্দের কাজ কম্পিউটারে গেমস খেলা। এটা এক প্রকার আসক্তি স্বরূপ।
বহুল কম্পিউটার গেমস রয়েছে।
তার মধ্যে অন্যতম বর্তমানকালের জনপ্রিয় গেমস - PUBG Mobile
এ গেমসে রীতিমতো অনেকেই আসক্ত হয়ে উঠছে। কম্পিউটার গেমসে সময় দিতে গিয়ে শিশু কিশোর রা তাদের বাইরে চলার মতো সামাজিক আচার আচরণ শিখা থেকে বিরর রইছে।
অন্যদিকে বেশিক্ষন সময় ধরে কম্পিউটার গেমস খেলে মানসিক সমস্যার স্বীকার হচ্ছে অনেক কিশোর-কিশোরিরা।
তাই কম্পিউটার গেমস চমকপ্রদ হলেও আমাদের সমাজের ভবিষ্যৎ ধ্বংসের মুল। আমাদের উচিত এসব কম্পিউটার গেমসে সময় না দিয়ে বাস্তববাদী হওয়া, বাইরের জগতে মিশে নতুন কিছু শিখা।
তবেই উন্নত জাতি হয়ে উঠতে পারবো আমরা।
#নীল
বহুল কম্পিউটার গেমস রয়েছে।
তার মধ্যে অন্যতম বর্তমানকালের জনপ্রিয় গেমস - PUBG Mobile
এ গেমসে রীতিমতো অনেকেই আসক্ত হয়ে উঠছে। কম্পিউটার গেমসে সময় দিতে গিয়ে শিশু কিশোর রা তাদের বাইরে চলার মতো সামাজিক আচার আচরণ শিখা থেকে বিরর রইছে।
অন্যদিকে বেশিক্ষন সময় ধরে কম্পিউটার গেমস খেলে মানসিক সমস্যার স্বীকার হচ্ছে অনেক কিশোর-কিশোরিরা।
তাই কম্পিউটার গেমস চমকপ্রদ হলেও আমাদের সমাজের ভবিষ্যৎ ধ্বংসের মুল। আমাদের উচিত এসব কম্পিউটার গেমসে সময় না দিয়ে বাস্তববাদী হওয়া, বাইরের জগতে মিশে নতুন কিছু শিখা।
তবেই উন্নত জাতি হয়ে উঠতে পারবো আমরা।
#নীল