বর্তমান সময়ে সবার কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে তাতে Operating System হিসাবে ব্যবহার করে থাকেন Windows । কারন Windows Operating System অনেক জনপ্রিয় তাই বেশীর ভাগই উইন্ডোজ ব্যবহার করেন ।
কম্পিউটারের গতি বাড়ানোর আগে আমাদের জানতে হবে কেন কম্পিউটার Slow বা হেং করে । চলুন দেখি কি কি কারনে কম্পিউটার Slow হতে পারে ।
কম্পিউটার Slow হওয়ার অনেক কারন থাকতে পারে যেমন :
এইবার দেখবো কিভাবে কম্পিউটারের গতি বাড়ানো যায়
আশাকরি আপনারা বুজতে পেরেছেন কেন কম্পিউটার হেং করে এবং কিভাবে এইগুলোকে মোকাবেলা করে আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন । তবে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট এ জানাবেন । পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
কম্পিউটারের গতি বাড়ানোর আগে আমাদের জানতে হবে কেন কম্পিউটার Slow বা হেং করে । চলুন দেখি কি কি কারনে কম্পিউটার Slow হতে পারে ।
কম্পিউটার Slow হওয়ার অনেক কারন থাকতে পারে যেমন :
- যদি কমদামি পিসি বা ল্যাপটপ হয়ে থাকে ।
- রেম ৪ জিবি এর কম হলে ।
- প্রসেসর পুরানো মডেলের হলে ।
- কুলিং পেন প্রসেসরকে ঠিক মতো ঠাণ্ডা করতে না পারলে ।
- অতিরিক্ত সফটওয়্যার চালু করে রাখলে ।
- ভাইরাস থাকলে
- ড্রাইভার আপডেট না রাখলে
- Graphic দুর্বল হলে
এইবার দেখবো কিভাবে কম্পিউটারের গতি বাড়ানো যায়
- যদি অতিরিক্ত হেং করে তবে ভাইরাস থাকতে পারে । তাহলে আপনাকের ভাইরাস ডিলিট করার জন্য এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে ।
- সফটওয়্যার কতগুলো রান্নিং আছে তা দেখুন যদি অপ্রয়োজনীয় সফটওয়্যার রান্নিং থাকে তাদের কে Task Kill করুণ ।
- উইন্ডোজ এবং ড্রাইভার আপডেট রাখুন । এতে অনেক গতি বাড়ে এবং বেশীর ভাগই আপডেট না রাখার কারনে কম্পিউটার Slow হয়ে থাকে ।
- সম্ভব হলে HDD সরিয়ে SSD ব্যবহার করবেন । SSD তে সফটওয়্যার Read এবং Write এর গতি বেশি ।
- যদি কম্পিউটারে ভাইরাস না থাকে তবে এন্টি ভাইরাস সফটওয়্যার শুধু শুধু ব্যবহার করবেন না কারন এটি সব সময় রান্নিং থাকে ।
- Chrome Browser এ কাজের Extensions ছাড়া বাকি গুলো রিমুভ করে দিবেন ।
- অতিরিক্ত সফটওয়্যার ব্যবহার থেকে বিরত থাকুন ।
- কম্পিউটারের বিতরে এবং বাহিরে Clean রাখার চেষ্টা করবেন । অপ্রয়োজনীয় Temp file ডিলিট করবেন ।
- প্রসেসর Upgrade করুণ যদি প্রসেসর পুরোনো হয় । কারন একটা কম্পিউটারে সব চাপ নেয় প্রসেসর তাই এটি আপডেট করতে পারেন ।
আশাকরি আপনারা বুজতে পেরেছেন কেন কম্পিউটার হেং করে এবং কিভাবে এইগুলোকে মোকাবেলা করে আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন । তবে আপনার কোন মতামত থাকলে নিচের কমেন্ট এ জানাবেন । পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।